9

﴿اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ٢٦ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الَمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَاب﴾
{آيتان من سورة آل عمران آية (٢٦-٢٧)، وفي أول الآية الأولى حُذفت كلمة (قل) عمدًا للإشارة إلى بداية الدعاء.}

‘আল্লাহুম্মা মালিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশাউ, ওয়া তুয়িযযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, বি-ইয়াদিকাল খাইরু, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদীর। তু-লিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তু-লিজুন নাহারা ফিল-লাইল, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।’

‘ইয়া আল্লাহ! আপনিই সার্বভৌম শক্তির অধিকারী আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন আপনার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে ক্ষমতাশীল আপনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দেন আর আপনিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনেন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করেন আর আপনিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন’

উপরের দুআগুলো মূলত সূরা আলে ইমরানের ২৬ এবং ২৭ নম্বার আয়াত প্রথম আয়াতের শুরুতে ‘কূল’ (বলুন) নামে একটি শব্দ রয়েছে অর্থের সামঞ্জস্যের দিকে লক্ষ করে ইচ্ছাকৃতভাবে সেটা এখানে বাদ দেয়া হয়েছে

9/24