6

«رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ: اللهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»

‘রব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়াল আরজি, ওয়া মিলআ মা শিতা মিন্‌ শাইয়িন বাদু। আহলাস সানায়ি ওয়াল মাজদি, আহাক্কু মা কালাল আবদু। ওয়া কুল্লুনা লাকা আবদুন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, ওয়ালা ইয়ানফাউ যাল জাদি মিন্‌কাল জাদ্দ’।

‘হে আমাদের প্রতিপালক আপনি আসমান-জমিনসম পরিপূর্ণ প্রশংসার অধিকারী অতঃপর আপনি যা চান তাও পূর্ণ করে আপনার প্রশংসা আপনি সকল প্রশংসা ও সম্মানের অধিকারী আপনার প্রশংসায় বান্দা যা কিছু বলে আপনি তার চাইতে বেশি প্রশংসার অধিকারী আমরা সবাই আপনার গোলাম; হে আল্লাহ! আপনি যা দান করেন তা প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই এবং আপনি যা না দেন, তা দান করার শক্তি কারো নেই ধনবানের ধন ও প্রতিপত্তি আপনার সামনে কোন কাজে আসে না’

6/24