18

«اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ»

‘আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানী ওয়া আনা আবদুক। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাস-তাত’তু। আঊযুবিকা মিন শাররি মা সানা’তু। আবুঊ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবূঊ লাকা বিযামবী, ফাগফিরলী। ফা-ইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা’

‘হে আল্লাহ! আপনিই আমার পালনকর্তা আপনি ছাড়া আর কোন মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনারই গোলাম আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর সুদৃঢ়ভারে কায়েম আছি আমি আমার কৃতগুনাহের মন্দ পরিণাম থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি আমার প্রতি আপনার নিয়ামত স্বীকার করছি এবং কৃত গুনাহসমূহও স্বীকার করছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই’

18/24