«اللهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ، وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ»
‘আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরজি ওয়া রব্বাল আরশিল আজীম। রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইয়িন। ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। ওয়া মুনযিলাল তাওরাতি ওয়াল ইনঞ্জীল ওয়াল ফুরকান। আউযুবিকা মিন শাররি কুল্লি শাইয়িন আনতা আখিজুম বিনাসিয়াতিহী। আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা’দাকা শাইউন। ওয়া আনতায যাহিরু ফালাইসা ফাওক্বাকা শাইউন, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন, ইকজি আন্নাদ-দাইনা, ওয়া আগনিনা মিনাল ফাকরি’
‘হে আল্লাহ! আপনি আসমান, যমীন ও মহান আরশের প্রতিপালক আমাদের প্রতিপালক ও সব কিছুর পালনকর্তা আপনি বীজ ও উদ্ভিদের সৃষ্টিকর্তা, আপনি তাওরাত, ইনজীল ও ফুরকানের অবতীর্ণকারী আমি আপনার কাছে সকল প্রকার অনিষ্ট থেকে পানাহ চাই, আপনি তার মস্তক ধারণকারী (নিয়ন্ত্রণকারী) হে আল্লাহ! আপনিই আদি, আপনার পূর্বে কোন কিছুর (অস্তিত্ব) নেই এবং আপনই অন্ত, আপনার পরে কোন কিছু নেই আপনিই যাহির (প্রকাশ্য), আপনার ঊর্ধ্বে কেউ নেই আপনই বাতিন (সুপ্ত), আপনার অগোচরে কিছু নেই আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং দারিদ্র্য থেকে আমাদের অভাবমুক্ত করে দিন’