5

পাঁচ: হারাম পন্থায় উপার্জন থেকে বেঁচে থাকুন কারণ তাতে দুআ কবুল হয় না আবু হুরাইরা রা. থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে ব্যক্তি দূর-দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে ফলে সে ধুলি ধূসরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, ‘হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম কাজেই এমন ব্যক্তির দুআ তিনি কী করে কবুল করতে পারে?’

5/16